অনুচ্ছেদ: ১
১. এ প্রতিষ্ঠানের নাম ‘ইউরো বাংলা প্রেস ক্লাব’, ইংরেজিতে EuroBangla Press Club
২. ইংরেজি ২০১৭ সালের ইউরোপ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এ প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয় গ্রিসের এথেন্সে প্রতিষ্ঠিত হয়।
৩. ক্লাবের একটি মনোগ্রাম থাকবে, একটি পতাকা থাকবে এবং তা সাংবাদিকতা পেশাগত সর্বজনীনতা, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশ সমুহর স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইতিহাস, ভাষা-সংস্কৃতি-কৃষ্টি-ঐতিহ্য, ইউরোপিয় ইউনিয়ন ও বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে পরিচালিত হবে ক্লাবের সকল কর্মকান্ড। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐতিহ্য ও লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।
৪. ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য :
ক. ইউরোপিয় ইউনিয়ন দেশ ও বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পেশাগত মান উন্নয়ন, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, শিল্প-সাহিত্য-সাংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং এসবের ক্ষেত্রে প্রতিভার বিকাশে সহায়তা প্রদান।
খ. সুষ্ঠু সাংবাদিকতার লক্ষ্যে গণমাধ্যম, শিল্প-সাহিত্যের উন্নয়ন এবং পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা।
গ. গ্রন্থাগার, মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা এবং সভা-সমাবেশ, সিম্পোজিয়াম, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন এবং সংশ্লিষ্ট অন্যান্য তৎপরতায় সাংবাদিকদের সুবিধা বিধান করা।
ঘ. ক্লাব সদস্যদের উৎসাহিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা, বৃত্তি দেয়া, পুরস্কৃত করা এবং সদস্যদের প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সাহায্য-সহযোগিতা করা।
ঙ. মেধা, মনন এবং জ্ঞান বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে সাংবাদিকদের সফরের আয়োজনে চেষ্টা করা এবং পারস্পরিক শুভেচ্ছা ও সমঝোতার উন্নয়নে আন্তঃ আঞ্চলিক, দেশী ও বিদেশি সাংবাদিকদের সফরে আমন্ত্রণ জানানো।
চ. সদস্যদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালাসহ নানামুখী কর্মসূচি গ্রহণ, নিয়মিত সাময়িকী প্রকাশ, পাঠকক্ষের ব্যবস্থা এবং সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।
ছ. ক্লাবের রক্ষণাবেক্ষণ ও ব্যয় নির্বাহের জন্য দান, অনুদান, মঞ্জুরি, চাঁদা, ফি সংগ্রহ করে তহবিল গঠন এবং আয়বর্ধক প্রকল্প গ্রহণ, প্রদর্শনী ও অনুষ্ঠানাদির আয়োজন করা।
জ. প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষা ও সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
ঝ. সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হিসেবে অবসর, বিনোদন ও পেশাগত চর্চার সুবিধাদি নিশ্চিত করা।
ঞ. দেশে গণমাধ্যম ও সাংবাদিকতার সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম কেন্দ্র, প্রেস ক্লাবসমূহের সমন্বয়ে জাতীয়ভিত্তিক সংগঠনে সংযুক্ত হওয়া।
ট. ক্লাবের স্থাবর-অস্থাবর সম্পত্তির সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা। তবে ক্লাবের সম্পত্তিসংক্রান্ত ব্যবস্থাপনা কোনো অবস্থাতেই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী হবে না।
৫. ক্লাবের আয়: ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নেওয়া বা অর্জনের জন্যেই কাজে লাগানো যাবে এবং ক্লাবের কোনো মুনাফার অংশ, লভ্যাংশ, বোনাস কোনো প্রকারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত অথবা পরিপন্থী কোনো কাজে ব্যবহার, প্রদান অথবা বণ্টন করা যাবে না।
৬. সাংবাদিকতা পেশা যেহেতু যুগ যুগ ধরে টিকে থাকবে সেহেতু এ প্রতিষ্ঠানও টিকে থাকবে। এটি বিলুপ্ত করার কোনো প্রশ্ন কখনো উদ্ভব হলে বা এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে এ ক্ষেত্রে বিশেষ সাধারণ সভা আহ্বান করে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ধরনের সভায় কোরামের জন্য মোট সদস্যের ৯০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। আবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে উপস্থিত ৯০ শতাংশ সদস্যের মধ্যে ৮০ শতাংশের সম্মতি থাকতে হবে।
৭. ক্লাবের স্থায়ী সদস্যদের জন্য কনট্রিবিউটরি কল্যাণ তহবিল গঠন এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা যাবে।
৮. সকল স্থায়ী সদস্যের স্ত্রী এবং অবিবাহিত পুত্র-কন্যাদের জন্য ক্লাব কর্তৃপক্ষ নির্ধারিত সুযোগ-সুবিধা দেয়া এবং তাঁদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখা যাবে।
৯. একজন স্থায়ী সদস্যের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা এক বছর ক্লাবের সহযোগী সদস্যের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।