আমাদের সম্পর্কে

সাংবাদিকতা একটি মহান পেশা। আমাদের দেশের মতো উন্নয়শীল দেশে সাংবাদিকতা পেশাটি মহান হলেও মারাত্মক চ্যালেঞ্জিং। বিভিন্ন দেশের গনমাধ্যমগুলো তাদের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। সাংবাদিকতার সংজ্ঞা দিতে গেলে তা ব্যাপক।

উইকিপিডিয়ার মতে, সাংবাদিকতা হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান সংবাদ এবং তা সমাজে প্রভাব বিস্তার করে। এই পেশায় শব্দটি দিয়ে তথ্য সংগ্রহের কৌশল ও সাহিত্যিক উপায় অবলম্বনকে বোঝায়। মুদ্রিত, টেলিভিশন, বেতার, ইন্টারনেট, এবং পূর্বে ব্যবহৃত নিউজরিল সংবাদ মাধ্যমের অন্তর্গত।

এর ধারাবাহিকতা রক্ষা করে ২০১৭ সালে আরিফুর রহমান আরিফ (গ্রীস) দিকনির্দেশনায় তাইজুল ইসলাম ফয়েজ সাথে যুক্ত হয়ে রিয়াজুল ইসলাম কাউসার( ইতালি,মিডিয়া সমন্বয়ক ), এম আলী চৌধুরী(ফ্রান্স), প্রদীপ কুমার সরকার, জাবের আহমদ,কবি হাবিব ফয়েজী(আমেরিকা), জুবায়ের আহমেদ শিশু (ইতালি),দুলাল আহমদ( লন্ডন),নাজমুল হক (গ্রীস), রাফসান হৃদয় (গ্রীস) দবির তালুকদার( স্পেন) সহ তরুন সংবাদ কর্মীদের নিয়ে আদি সভ্যতার দেশ গ্রীসের রাজধানী এথেন্সে থেকে “প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এর মাধ্যমে আদি সভ্যতার দেশে গ্রীস এর রাজধানী এথেন্সের হলরুমে প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো.জসীম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ। বিভিন্ন দেশের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশী ও বিদেশী নাগরিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউরো-বাংলা প্রেস ক্লাবের যাত্রা শুরু।
প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে গ্রীস সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে সংবাদ কর্মীরা যুক্ত হয়ে বর্তমান অব্দি প্রেসক্লাকে আরো গতিশীল করেছেন। প্রেসক্লাবের সকল কার্যক্রম এই ওয়েভ সাইট দ্বারা এবং ইউরোপের ভিবিন্ন দেশে সংবাদ কর্মীদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে

(আরো যুক্ত করা হচ্ছে)