গঠনতন্ত্র

অনুচ্ছেদ: ২

নিয়মাবলি ও প্রবিধানসমূহ

সংজ্ঞা

এ গঠনতন্ত্রে –

ক. ‘ক্লাব’ বলতে 'ইউরোবাংলা প্রেস ক্লাব’ বোঝাবে।

খ. ‘গঠনতন্ত্র’ বলতে ‘ইউরোবাংলা প্রেস ক্লাব গঠনতন্ত্র’ বোঝাবে।

গ. ‘সদস্য’ বলতে ক্লাব-এর শ্রেণিভিত্তিক সদস্য/সদস্যা বোঝাবে।

ঘ. ‘কমিটি’ বলতে ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটি বোঝাবে।

ঙ. সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বলতে ক্লাব-এর উক্ত পদমর্যাদার অধিকারীদের বোঝাবে।

চ. ‘কার্যকরী সদস্য’ বলতে ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য বোঝাবে।

ছ. ‘উপ-কমিটি’ বলতে ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটির দ্বারা গঠিত উপ-কমিটি বোঝাবে।

জ. সংবাদপত্র, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়া বলতে দেশের প্রচলিত আইনে স্বীকৃত এবং নিয়মিত সংবাদ প্রচার ও প্রকাশ করে এমন প্রতিষ্ঠানকে বোঝাবে।

ঝ. ‘কর্মকর্তা ও ‘কর্মচারী’ বলতে ক্লাবের কর্মকা- পরিচালনার জন্য ক্লাব-এর কমিটি কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারী বোঝাবে।

ঞ. ‘সভা’ বলতে এ গঠনতন্ত্রে বর্ণিত সভাকে বোঝাবে।

ট. ‘তহবিল’ বলতে ক্লাবের তহবিল বোঝাবে।

ঠ. ‘রেজিস্টার’ বলতে ক্লাব-এর সদস্য রেজিস্টার বোঝাবে।

ড. ‘বাজেট’ বলতে ক্লাব-এর বাজেট বোঝাবে।

ঢ. ‘পতাকা’ বলতে ক্লাবের পতাকাকে বোঝাবে।

ণ.‘সিলমোহর’ বলতে ক্লাবের সিলমোহর বোঝাবে।