অনুচ্ছেদ: ৩
সদস্যের যোগ্যতা
ক. যে কোনো ব্যক্তি, যিনি প্রাপ্তবয়স্ক এবং ক্লাবের লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্ম ও আস্থাশীল,
তিনি সদস্যপদের যোগ্য হতে পারেন, যদি –
১. নিয়মিত প্রকাশিত হয় এমন কোনো সংবাদপত্র, সক্রিয় সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়া-ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশের প্রচলিত আইনে স্বীকৃত গণমাধ্যমে স্থায়ী সাংবাদিক হিসেবে একটানা ন্যূনতম 1 (এক) বছর কর্মসময় অতিক্রম করেছেন এবং কর্মরত আছেন।
২. বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশের সংবিধান, স্বাধীনতা-সার্বভৌমত্ব-মুক্তিযুদ্ধ ও স্বাদেশীয় চেতনায় বিশ্বাসী হন।
৩. স্ব-দেশের স্বাধীনতাবিরোধী না হয়ে থাকেন।
৪. ইইউরোপীয় ইউনিয়ন ভূক্তদেশের অন্য কোনো প্রেস ক্লাবের সদস্য না হয়ে থাকেন।
৫. সদস্যপদের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ পালন করেন এবং ক্লাবের বিধি-বিধান নিয়মাবলি মেনে
চলতে সম্মত হন।
৬. তাঁর সদস্যপদ প্রাপ্তির আবেদন ক্লাবের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করে।
খ. উল্লিখিত শর্তসাপেক্ষে ক্লাবের সদস্যপদ তিনিই লাভ করবেন যিনি সদস্যপদের জন্য
নির্ধারিত ফরমে আবেদন করবেন এবং বিধি মোতাবেক কমিটি দ্বারা সদস্যপদে নির্বাচিত
হলে ক্লাবে তাঁর প্রবেশ ফি ও প্রাথমিক চাঁদা পরিশোধ করেন।
গ. উপর্যুক্ত যোগ্যতার বাইরে সহযোগী, সম্মানপ্রদ জীবন সদস্য ও দাতা সদস্যপদের জন্য শর্তসাপেক্ষে যোগ্যতা অর্জন করেন। সম্মানপ্রদ আজীবন সদস্যদের নাম ‘অনার বোর্ডে’ যথাযথভাবে থাকবে।