গঠনতন্ত্র

অনুচ্ছেদ: ৪

সদস্যের শ্রেণিবিভাগ

ক্লাবে ৫ (পাঁচ) শ্রেণির সদস্য থাকবে, যেমন: (১) অস্থায়ী সদস্য, (২) স্থায়ী সদস্য, (৩) সহযোগী সদস্য, (৪) অনারারি জীবন সদস্য এবং (৫) দাতা সদস্য।

ক. অস্থায়ী সদস্য:

সম্পাদক এবং কর্মরত সাংবাদিক (সাংবাদিক বলতে বাংলাদেশে ও ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশ সমুহর প্রচলিত আইন দ্বারা স্বীকৃত সাংবাদিকতা পেশা বোঝাবে) যাঁরা সংবাদপত্র, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়ায় কমপক্ষে টানা ১ (এক) বছর বা তারও বেশি সময় স্থায়ীভাবে কর্মরত আছেন, সাংবাদিকতাই যাঁদের প্রধান পেশা এবং জীবিকা নির্বাহের প্রধান উৎস, কেবল তাঁরাই ক্লাবের অস্থায়ী সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট উপ-কমিটির সুপারিশকৃত নতুন অস্থায়ী সদস্যপদের আবেদনকারীকে ক্লাবের নিয়ম মোতাবেক ব্যবস্থাপনা কমিটি অস্থায়ী সদস্যপদ মঞ্জুর করতে পারে। অস্থায়ী সদস্য হবেন বাংলাদেশের নাগরিক।

কোনো অস্থায়ী সদস্য ক্লাবের ভোটাধিকার পাবেন না এবং ক্লাবের কোনো ধরনের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকার কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করবেন না, কিংবা সম্পৃক্ত হবেন না। যেমন: কোনো অস্থায়ী সদস্যই কোনো নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন না অথবা ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ

সভা, অতিরিক্ত সাধারণ সভা, তলবি সাধারণ সভাসহ কোনো প্রকার সাধারণ সভায় অংশগ্রহণ করবেন না এবং সেই সব সভা-সংশ্লিষ্ট কোনো প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, কিংবা কোনো প্রকার ভূমিকা পালন করবেন না। এ সব ছাড়া অস্থায়ী সদস্যগণ ক্লাব নির্ধারিত সুযোগ-সুবিধাসমূহ ভোগ করার অধিকারী হবেন।

খ. স্থায়ী সদস্য:

এ অনুচ্ছেদের ‘ক’ অনুযায়ী যাঁরা সব শর্তাদি পূরণ করে ক্লাবের অস্থায়ী সদস্যপদ লাভ করেছেন এবং যাঁরা ক্লাবের অস্থায়ী সদস্য হিসেবে ২ (দুই) বছর বহাল আছেন, কেবল তাঁরাই ক্লাবের স্থায়ী সদস্যপদ লাভের যোগ্যতা অর্জন করবেন এবং সদস্যপদ স্থায়ীকরণের জন্য আবেদন করতে পারবেন। যদি তিনি অস্থায়ী সদস্যপদের শর্তসমূহ ভঙ্গ না করেন বা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি সংশ্লিষ্ট কোনো মহল থেকে উত্থাপিত না হয় তবেই স্থায়ী সদস্যপদের যোগ্যতা অর্জন করবেন। অস্থায়ী সদস্যের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি এ ব্যাপারে যাচাই-বাছাই করে সদস্যকে স্থায়ী সদস্যপদ প্রদানের বিষয়টি চিঠি দিয়ে জানাবেন।

গ. সহযোগী সদস্য:

১. যাঁরা উপর্যুক্ত যোগ্যতার মাপকাঠিতে পড়েন না, কিন্তু সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাহী কর্মকর্তা বা সমশ্রেণির পেশা: যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থাসমূহ, বিদেশি দূতাবাস, হাইকমিশন ইত্যাদিতে কর্মরত (প্রচার ও জনসংযোগ বিষয়ক কর্মকর্তা) কিংবা বিধি মোতাবেক কমিটি যাঁদের যোগ্য বলে মনে করবেন তাঁরাই ক্লাবের সহযোগী সদস্য হতে পারবেন।

তবে, সহযোগী সদস্যের সংখ্যা কোনো অবস্থাতেই সমকালীন স্থায়ী সদস্যের এক-পঞ্চমাংশের বেশি হবে না।

২. ক্লাবের ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বছরের একজন স্থায়ী সদস্য যদি পেশা পরিবর্তন বা পেশা থেকে অবসর গ্রহণের কারণে স্থায়ী সদস্যপদে থাকার যোগ্যতা হারান, তাহলে তাঁর আবেদনের প্রেক্ষিতে কমিটি তাঁকে ক্লাবের সহযোগী সদস্য পদ দিতে পারে।

৩. কোনো সহযোগী সদস্য যদি পদের যোগ্যতা হারান তাহলে তিনি সহযোগী সদস্যপদ হারাবেন। তবে পেশা পরিবর্তনের কারণে স্থায়ী সদস্য থেকে সহযোগী সদস্যপদ গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ঘ. অনারারি জীবন সদস্য:

সমাজের যেসব গণ্যমান্য ব্যক্তি ক্লাবের সেবায় অনন্যসাধারণ ভূমিকা রেখে অথবা যেসব খ্যাতিমান ব্যক্তিত্ব সাংবাদিকতার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন বা করেছেন, ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত চার-পঞ্চমাংশ সদস্যের দ্বারা অনুমোদিত সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা অনারারি জীবন সদস্য নির্বাচিত হতে পারেন। এ ধরনের সদস্যদের নাম ব্যবস্থাপনা কমিটির সভায় নির্ধারণের মাধ্যমে প্রস্তাব করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের বিবরণসহ সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। তাঁরা ক্লাব নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

ঙ. দাতা সদস্য:

ক্লাবের সাধারণ সভায় ভিন্নভাবে নির্ধারিত না হয়ে থাকলে, সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে এমন কোনো বিশিষ্ট ব্যক্তি ক্লাবের উন্নয়নে যিনি দ্বি-বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত অংকের অনুদান ক্লাব তহবিলে এককালীন দেবেন তিনি ক্লাবের দাতা সদস্য হওয়ার যোগ্য হবেন। এ রকম সদস্যের নাম এবং অবদান ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় নির্ধারণের পর অনুমোদনের জন্য সাধারণ সভায় উপস্থাপন করতে হবে এবং উপস্থিত সদস্যদের চার-পঞ্চমাংশের সমর্থনে তা অনুমোদিত হতে হবে। দাতা সদস্যরাও ক্লাব নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।