গঠনতন্ত্র

অনুচ্ছেদ: ৬

সদস্যভুক্তি ফি

সদস্যপদ অর্জনের পর প্রত্যেক স্থায়ী, অস্থায়ী এবং সহযোগী সদস্যকে নির্ধারিত ফি জমা দিতে হবে।

অনুচ্ছেদ: ৭

মাসিক চাঁদা

১. সদস্যপদ অর্জনের পর সব স্থায়ী, অস্থায়ী এবং সহযোগী সদস্য ক্লাবের নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধ করবেন। কেবল ক্লাবের বার্ষিক বাজেট অথবা দ্বি-বার্ষিক সাধারণ সভায় মাসিক চাঁদার হার পুনর্নির্ধারণ করা যাবে। অনুমোদনের পরবর্তী মাস থেকে পুনর্নির্ধারিত চাঁদার হার কার্যকর হবে।

২. প্রত্যেক সদস্য তাঁর মাসিক চাঁদা চলতি মাসের মধ্যে পরিশোধ করবেন। যদি ৬ মাস মাসিক চাঁদা পরিশোধে ব্যর্থ হন, তাহলে পরবর্তীতে বকেয়া চাঁদার দ্বিগুণ বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে। তবে ৩ মাস পর তাকে একটি তাগাদাপত্র দিতে হবে।

৩. কোনো সদস্যের চাঁদা ৬ মাসের অধিক বকেয়া পড়ে থাকলে চাঁদার তিনগুণ বিলম্ব ফিসহ পরিশোধ করতে হবে।

৪. যদি কোনো সদস্যের মাসিক চাঁদা ১ বছর বকেয়া পড়ে তাহলে তিনি কল্যাণ তহবিলে ক্লাবের সকল সুযোগ সুবিধা বঞ্চিত হবেন। পরবর্তীতে তিনি যদি বকেয়া চাঁদা পরিশোধে আগ্রহী হন, তাহলে তাকে মাসিক চাঁদার চারগুণ বিলম্ব ফি পরিশোধ করতে হবে এবং ঐ সময়ের জন্য ক্লাব প্রদত্ত কল্যাণ তহবিলের অর্থপ্রাপ্তি থেকে বাদ যাবেন।

৫. কেবলমাত্র স্থায়ী ও সহযোগী সদস্যগণ সর্বোচ্চ ১ বছরের অগ্রিম চাঁদা এবং অস্থায়ী সদস্যগণ ৩ মাসের চাঁদা অগ্রিম হিসেবে শর্ত সাপেক্ষে প্রদান করতে পারবেন। এ সময়ের মধ্যে চাঁদার হার পুননির্ধারণ বা অন্যান্য কোন বিষয়ে সমন্বয় বা ফেরতেযোগ্য হবে।