গঠনতন্ত্র

অনুচ্ছেদ: ৮

সদস্যপদ প্রদান পদ্ধতি

শ্রেণি অনুযায়ী সদস্যপদ লাভে ইচ্ছুক প্রার্থীকে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। কমিটির কর্মকর্তা ছাড়া আবেদনপত্রটি অবশ্যই ক্লাবের একজন স্থায়ী সদস্য কর্তৃক প্রস্তাবিত এবং অপর একজন স্থায়ী সদস্য কর্তৃক পূর্ণস্বাক্ষরে সমর্থিত হতে হবে। প্রার্থীকে তাঁর প্রস্তাবক ও সমর্থকদের কাছে ব্যক্তিগতভাবে পরিচিত হতে হবে। প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে যেকোনো একজনকে নির্ধারিত ফরমে স্বহস্তে প্রার্থীর অতীত কার্যকলাপ, সাংবাদিকতার মেয়াদ অর্থাৎ তিনি কতদিন সাংবাদিকতায় বা অনুরূপ বা সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত আছেন, তা সহ তাঁর বর্তমান চাকরির প্রকৃতি এবং তিনি কত দিন ধরে প্রার্থীকে চেনেন, সে সম্পর্কে সাধারণ সম্পাদকের কাছে একটি লিখিত বিবরণ দিতে হবে। অতঃপর –

ক. কমিটি প্রয়োজন মনে করলে প্রস্তাবক কিংবা সমর্থককে তাঁদের প্রার্থীর মনোনয়নের সমর্থনে কমিটির সামনে হাজির হওয়ার জন্য অনুরোধ করতে পারেন এবং অনুরোধ করলে উপস্থিত হওয়ার জন্য প্রস্তাবক/সমর্থককে প্রস্তুত থাকতে হবে। নির্ধারিত আবেদনপত্রের জন্য দরখাস্ত এবং পূরণকৃত আবেদনপত্র ক্লাবের সাধারণ সম্পাদকের বরাবরে পাঠাতে হবে। ক্লাবের সাধারণ সম্পাদকের কাছে এই আবেদনপত্র পাওয়া যাবে ।

সঠিক তথ্য পরিবেশন না করে কিংবা মিথ্যার আশ্রয় নিয়ে কেউ সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রমাণিত হলে যে কোনো সময় উক্ত সদস্যের সদস্যপদ বাতিল হবে। ভবিষ্যতে ঐ ব্যক্তি পুনরায় সদস্যপদ পেতে আগ্রহী হলে তা একমাত্র কমিটির মাধ্যমে দ্বি-বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত হয়ে অনুমোদিত হতে হবে। এছাড়া তাঁর প্রস্তাবক ও সমর্থকের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থার জন্য অনুচ্ছেদ ১০ অনুসরণ করা হবে।

খ. সদস্য পদপ্রার্থী আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে একত্রে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত ফি ক্লাবের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। ফি-এর মূল রসিদ ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।