অনুচ্ছেদ: ৯
নতুন সদস্য নির্বাচন
ক্লাবের নতুন সদস্যপদ প্রার্থীদের নির্বাচন কমিটির ওপর ন্যস্ত থাকবে।
এ নির্বাচন পদ্ধতি নিম্নরূপ:
ক. ক্লাবের কমিটি নতুন সদস্যপদের জন্য প্রাপ্ত সব আবেদনপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি উপ-কমিটি গঠন করবে। কমিটি সদস্যপদের জন্য প্রাপ্ত আবেদনপত্র এক মাসের মধ্যে উপ-কমিটির কাছে হস্তান্তর করবে। এ উপ-কমিটি কমিটির কাছ থেকে প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই করে তিন মাসের মধ্যে কমিটির কাছে প্রতিবেদন পেশ করবে।
খ. উপ-কমিটির কাছ থেকে প্রতিবেদন প্রাপ্তির পর কমিটি পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্তে সভা করবে। তবে এ ধরনের সভা এক পঞ্জিকাবর্ষে একবার মাত্র করা যাবে।
গ. এ লক্ষ্যে আহূত সভায় কমপক্ষে ১৩ জনের কমিটির কোরাম হবে। সদস্যপদ নির্বাচন পদ্ধতি হবে গোপন ব্যালটে। উপস্থিত সদস্যবর্গের ন্যূনতম তিন-চতুর্থাংশ ভোটে একজন আবেদনকারী সদস্যপদ লাভের যোগ্যতা অর্জন করবেন।
ঘ. প্রার্থীর সদস্যপদ অনুমোদনের পর ১০ দিনের মধ্যে ডাকযোগে বা বাহক মারফত লিখিতভাবে তাঁকে জানাতে হবে। চিঠি প্রাপ্তির ২০ দিনের মধ্যে সদস্যপদে অন্তর্ভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় তাঁর সদস্যপদ প্রাপ্তির অনুমোদন বাতিল গণ্য হবে।
ঙ. কমিটি যে প্রার্থীকে সদস্য নির্বাচিত করতে অসম্মতি প্রকাশ করবে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তী ছয় মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত পুনরায় সদস্য পদ প্রার্থিতার মনোনয়ন লাভের যোগ্য হবেন না।