ছবি ঘর

২০২৪ সালে কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ গ্রীস সফর কালে, গ্রিসে কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে সম্মননা স্বরূপ আক্রোপলি সেম্পলি প্রদান করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সস্পাদক জাকির হোসেন চৌধুরী, যমুনা টিভির গ্রিস প্রতিনিধ রুমন আহমেদ নিরব, ডিবিসি নিউজের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

ফ্রান্সের প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাইজুল ফয়েজ | Rtv News