














২০২৪ সালে কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ গ্রীস সফর কালে, গ্রিসে কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে সম্মননা স্বরূপ আক্রোপলি সেম্পলি প্রদান করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সস্পাদক জাকির হোসেন চৌধুরী, যমুনা টিভির গ্রিস প্রতিনিধ রুমন আহমেদ নিরব, ডিবিসি নিউজের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না সহ সাংবাদিক নেতৃবৃন্দ।


